Press Release 18

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ)” উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে অদ্য ০৯ ডিসেম্বর ২০২০ খ্রি: তারিখ সকাল ১১:০০ ঘটিকায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সাংসদ জনাব দীপংকর তালুকদার নব নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল এর ফলক উন্মোচন করেন। এরপর মাননীয় সাংসদ ও উপাচার্য মহোদয় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, পিএসসি, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি জনাব বেলায়েত হোসেন ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার জনাব অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জনাব জুয়েল সিকদার, অন্যান্য বিভাগীয় প্রধানগন, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এরপর মাননীয় সংসদ সদস্য এবং অন্যান্য অতিথিবৃন্দ উপাচার্য মহোদয় এর নেতৃত্বে রাবিপ্রবি কর্তৃক নির্মিত রাবিপ্রবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন।